As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2301

হালাল হারাম

প্রকাশকাল: 18 May 2012

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার কিছু আত্মীয় স্বজনেরা স্পষ্ট হারামে লিপ্ত, সুদ ঘুষ ইত্যাদি বিষয় । 1) আমি কি তাদের বাড়িতে খেতে পারবো? খেলে আমর সালাত, সওমের কোন ক্ষতি হবে কি? 2) অনেকেই বলেন ওদের বাড়িতে খেলে নাকি 40 দিন যাবতীয় ইবাদত কবুল হবে না । এর সত্যতা নিশ্চিত করে জানালে উপকৃত হব।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। তাদের আয়ের উৎস যদি ঐসব হারাম হয় তাহলে ওখানে খাবেন না।৪০ দিনের ইবাদত কবুল হয় না বিষয়টি ঠিক নয়। তবে তাদের খাদ্য বর্জন করা উচিত।