As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2286

নামায

প্রকাশকাল: 3 May 2012

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। 1)আজন ও ইকামতের উত্তর কিভাবে দিব? 2) অনেকে আশহাদুআন্ন মুহাম্মাদুর রাসুল্লাহ শুনলে সংখেপে দরুদ পরে থাকে । এটা কি ঠিক? 3) মুসল্লি R ইমাম কিভাবে জওবাব দিবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।إِذَا سَمِعْتُمُ النِّدَاءَ ، فَقُولُوا كَمَا يَقُولُ الْمُؤَذِّنُ রাসূলুল্লাহ সা. বলেছেণ, যখন আযান শুনবে তখন মুয়াজ্জিন যা বলবে তোমরা তাই বলবে। সহীহ বুখারী হাদীস নং ৬১১। সহীহ মুসলিম,হাদীস নং ৭২০। সুতরাং মুয়াজ্জিন আযানে যা যা বলবে তার সাথে তাই বলতে হবে, শুধুমাত্র হাইয়্যা আলাস সালাহ ও হাইয়্যা আলাল ফালাহ যখন বলবে তখন জবাবে সেটা না বলে বলতে হবে, لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ উচ্চারণঃ লা হাউলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ। অর্থঃ আল্লাহর সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং (সৎকাজ করার) কোনো শক্তি কারো নেই। সহীহ সহীহ মুসলিম, হাদীস নং ৮৭৬ এটা হচ্ছে আযানের জবাব দেওয়ার পদ্ধতি। আযানের জবাব দেওয়া গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। ক্বাদকা মাতিস সালাহ এর জবাবে আক্বা-মাহাল্লা-হু ওয়া আদা-মাহা বলার বর্ণিত হাদীসটিকে শায়খ আলাবনী রহ. যঈফ। বলেছেন, সুনানু আবু দাউদ, হাদীস নং ৫২৮। দরুদ পড়বে না বরং যা বলে তাই বলবে। মুসল্লি ইমাম সবাই একই জবাব দিবে।