১। হাদিসের আলোকে নামাজে কোন কোন স্থানে রফেইদাইন করতে হয়? রফেইদাইন না করার হাদিস কি সহিহ? রফেইদাইন বিষয়ে সাহাবী, তাবেই, তাবে-তাবেইগণের কোন মন্তব্য আছে কিনা? এ বিষয়ে ৪ ইমামের মতামত কি ছিল? বিষয়গুলি দলিলসহ জানালে ্উপকৃত হব। ২। ইমাম আব্দুল্লাহ ইবন মুবারাক ঈমামে আযম আবু হানিফা রহিমাহুল্লাহ এর সামনেই কি জোরে আমিন রফেইয়াদাইন করতেন?
৩। রফেইদাইন বিষয়ে সৌদি আরবের ওলামা কমিটির ফতোয়া এবং শাইখ ইবনে বায, উসাইমিন, ইবনে তাইমিয়া, হাফিয ইবনুল কাউয়্যম, আলবানি (রাহিমাহুল্লাহ), পাকিস্তানের মুফতী তাকী উসমানী ও মাওলানা তারেক জামিল এর মতামত কি?