আসসালামু আলাইকুম । আমার প্রশ্ন হচ্ছে : মোবাইল ফোনে কি ওজু ছাড়া কোরআন শরীফ পড়া যাবে? এবং মহিলাদের মাসিক চলাকালীন অবস্থায় কি কুরআন শরীফ বা মোবাইলে কুরআন শরীফ আরবী অথবা বাংলায় পড়া যাবে কি?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। ওযু ছাড়া কুরআন শরীফ পড়া যায়, ধরা যায় না। মোবাইলে কুরআন শরীফ অন থাকলে স্কিনে টাচ করবেন না। মাসিক চলাকালীন কুরআন শরীফ পড়া যাবে না। বাংলা অর্থ পড়লে সমস্যা নেই।