আসসালামু আলাইকুম, ১। আল্লাহ্ এর নামে কসম ভঙ্গের কাফফারা হল ১০ জন মিসকিনকে দুবেলা খাওয়ানো বা ১০ জনকে ১ সেট কাপড় দেয়া। আমার প্রশ্ন হল কেউ যদি ১০ জন মিসকিনকে দুবেলা খাবারের টাকা দিলে কি কাফফারা আদায় হয়ে যাবে?
২। আমার পরিবারের সবাই মিলে বাড়ি করার জন্য টাকা জমাইতেছি। এক বছর পর কি এই টাকার পরিমাণ যদি নিসাব এর বেশি হলে যাকাত দেয়া কি ফরয হবে?