আসসালামু আলাইকুম। শায়খ! কেমন আছেন?শায়খ এক ভাই আমাকে প্রশ্ন করলেন,উনি সৌদিতে থাকে। ওখানে নাকি ছোট-বড় অনেক মহিলা বাসায় স্বামীর সামনে বা মাহরামদের সামনে প্যান্ট-শার্ট ও গেঞ্জি ইত্যাদি পড়ে। আবার বাজারেও নাকি বিক্রী করে। আমি জানতাম এগুলো হারাম,কারণ পুরুষের সাথে সাদৃশ্য হয়ে যাচ্ছে। কিন্তু উনি বলার পরে,আমি সৌদিতে থাকা প্রবাসী কিছু শায়খকে প্রশ্ন করার পরে উনারা এটাকে জায়িয ফতোয়া দিলেন?এখন শায়খ আপনার মত কী? যদি জায়িয হয়,তাহলে এটা কি পুরুষের সাথে সাদৃশ্য নয়?