As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2247

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 25 Mar 2012

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমার ছেলের দেখাকে কেন্দ্র করে অনেকে gift হিসেবে সোনার চেইন, আংটি, কাটি, মাথার চাঁদ ইত্যাদি দিয়েছে। ১) আমার প্রশ্ন হল, এই গুলো কি তাকে পরানো যাবে? (বাচ্চাটি মেয়ে হলে কি পরানো যেত) ২) ছেলেদের কি সব রকম সোনার জিনিস ব্যবহার হারাম? সুন্নাহের আলোকে জানতে চাই

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। স্বর্নের কোন কিছু ছেলেরা ব্যবহার করতে পারবে না। মেয়েরা পারবে। এ ব্যাপারে অনেক সহীহ হাদীস আছে। আমি শুধু দুটি হাদীস দিয়ে দিলাম। আবু মুসা আশয়ারী রা. থেকে বর্ণিত রাসূলুল্লাহ সা. বলেন, حُرِّمَ لِبَاسُ الْحَرِيرِ وَالذَّهَبِ عَلَى ذُكُورِ أُمَّتِى وَأُحِلَّ لإِنَاثِهِمْ অর্থ: রেশমের পোশাক এবং স্বর্ণের অলংকার আমার উম্মতের ছেলেদের জন্য হারাম করা হয়েছে আর মেয়েদের জন্য হালাল করা হয়েছে। সুনানু তিরমিযী, হাদীস নং ১৮২৪। ইমাম তিরমিযী রহি.সহ অন্যান্য মুহাদ্দিসগণ হাদীসটিকে সহীহ বলেছেন।অন্য হাদীসে আছে রেশম ও স্বর্ণ কে দুই হাতে নিয়ে রাসূলুল্লাহ সা. বলেছেন, أن هذين حرام على ذكور أمتي অর্থ: এই দুটি আমার উম্মতের পুরুষদের জন্য হারাম। সুনানু নাসায়ী, হাদীস নং ৫১৪৪, আবু দাউদ, হাদীস নং ৪০৫৯। হাদীসটি সহীহ। আশা করি বুঝতে পেরেছেন।