আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। 1) যানাজার নামাজে কি সুরা ফাতেহা পড়তে হয়? আমরা তো আরবিতে নিয়ত করে, ছানা, দরিদ ও দুয়া পড়ে থাকি।
২) আমার জানার বিষয় হল, আরবিতে নিয়ত করা কি সুন্নাহ সম্মত কাজ?
৩) জানাজাই যাকিছু পড়া হয়ে থাকে, যেমন, ছানা, দরুদ, দুয়া এই গুলো কি শুধু ইমামের জন্যে নাকি সবার জন্যে জানতে চাই?