As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2234

নামায

প্রকাশকাল: 12 Mar 2012

প্রশ্ন

নামাযের কেরাতের সঠিক উচ্চারণ করতে ভূলে গেলে সহু সিজদাহ করতে হবে কি?

উত্তর

যদি উচ্চারণ এমন ভুল হয় যে, অর্থ পাল্টে যায় তাহলে পুনারয় নামায পড়তে হবে। সাহু সিজদাহ নয়। আর যদি অর্থের পরিবর্তন না হয় তাহলে কিছু করতে হবে না।