As-Sunnah Trust
ক্যাটাগরি
প্রশ্নোত্তর 2232
নামায
প্রকাশকাল: 10 Mar 2012
যোহর আছর নামাজে ইমামের পিছনে সুরা ফাতিহা পড়লে দেখা যায় যে আমি সুরা ফাতিহা শেষ করার আগে ইমাম রুকুতে চলে যায়। তারপর অনেক সময় ইমাম আমার আগে সুরা ফাতিহা পড়ে ফেলে বা আমি ইমাম এর আগে পড়ি। এখন এভাবে পড়লে সমস্যা হবে কি?