আস সালামু আলাইকুম । আল কোরআনে একটি বড় এলাকা থেকে কিছু মানুষকে দ্বীনি জ্ঞান অর্জনের জন্য বের হওয়ার কথা বলা হয়েছে । (১.)এই বড় এলাকার পরিধি কতটুকু – একটি গ্রাম নাকি একটি উপজেলা, নাকি দেশ? আমাদের এলাকায় (৩/৪ গ্রাম মিলে) কিছু আলিম আছেন । যদিও তেমন বড় আলিম নন এবং তাঁদের খেদমতের পরিসরও বেশি না ।আর নতুন করে ইলম অনুসন্ধান করছে এমন মানুষ কিছু আছে বলতে অনেক ছেলেরা হাফিজিয়া মাদ্রাসায় পড়ে, হাফিজ হওয়ার পর অনেকেই আর পড়েনা, কিছু ছেলে বাইরে বড় মাদ্রাসায় পড়তে যায় । যদিও তারা দ্বীনের খুব গভীর জ্ঞান অর্জন করবে এ সম্ভাবনা বেশি না, আবার হতেও পারে । দুই একজন হয়তো অনেক পড়ার ইচ্ছে রাখে । যাহোক, আমি সাধারন শিক্ষায় hsc পাশ করেছি । আমার দ্বীনি জ্ঞানের প্রতি খুবই আগ্রহ রয়েছে । (২.) এখন এই পরিস্হিতিতে সাধারন শিক্ষা ছেড়ে দিয়ে দ্বিনী গভীর জ্ঞান অর্জনে বের হওয়া কী আমার জন্য ফরজে আইন ( আমার মনে হয় সমাজের এই ফরজে কিফায়া আদায় হোচ্ছেনা এই হিসেবে )? যদিও বাহ্যিক ভাবে আমার জন্য এটি করা কঠিন । কিন্তু আল্লাহ চাইলে অবশ্যই সহজ হবে । (৩.)আমার জন্য আরেকটি অপশন হলো সাধারন শিক্ষার পাশাপাশি আমি বিভিন্ন প্রতিষ্ঠান বা আলিমের অধীনে সাধ্যমত দ্বীনি জ্ঞান অর্জন করবো । (অবশ্য দ্বীনি জ্ঞান অর্জন আমার জন্য ফরজে আইন হলে আমাকে এই চিন্তা (৩নং) বাদ দিতে হবে )** আমার প্রশ্ন হলো সার্বিক দিক বিবেচনায় আমার জন্য কোনটি সঠিক ও অপরিহার্য্য?** আমার প্রশ্নে বিরক্তিকর কিছু থাকলে আমাকে ক্ষমা করবেন । আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন ।