As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2227

যাকাত

প্রকাশকাল: 5 Mar 2012

প্রশ্ন

Assalamu oalikum, আমার প্রশ্নটা যাকাত এর বেপারে। আমার ৫ লাখ টাকার ফডিআর ব্যাংক এ আছে যার যাকাত আমি প্রতি বছর আদায় করি। এবছর আমি ২৫ লাখ টাকা লোন নিয়ে একটি ফ্লাট কিনি। লোনটি পরিশোদ করতে হবে ১০বছরে। আমার প্রশ্ন হলো আগামী বছর আমার যাকাত কি হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার ব্যাংকে যত টাকা আছে তার যাকাত দিতে হবে। ব্যাংক ঋন যাকাত দেয়ার ক্ষেত্রে ঋন হিসাবে গণ্য নয়। কারণ ব্যাংক ঋন নেয়ার সময় পরিষোধ করার যোগ্যতা দেখানোর জন্য যে সম্পদ দেখাতে হয় সেটা ঋনের বিপরীতে আপনার মূলধন হিসাবে গণ্য। বিস্তারিত জানতে দেখুন https://www.youtube.com/watch?v=rmVcMP69zso।