ওয়া আলাইকুমুস সালাম। ১। হ্যাঁ, রাগের মাথায় তালাক দিলে তালাক হয়ে যাবে। আর তালাক সাধারণত মানুষ রাগের মাথাতেই দেয়, ভালবেসে দেয় না। যত তালাক দিবে তত তালাকই হবে। একবার তিন তালাক বললেও তিন তালাক পতিত হবে এবং একাধিকবার মিলে তিন তালাক দিলেও তিন তালাক হবে। ২। তিন তালাকে বাইন হলে ঐ স্বামীর সাথে তার বিবাহ বন্ধন বৈধ নয়। এই বিষয়ে স্যারের রহ. একটি আলোচনা দেখুন: এই শিরোনামে তালাক বিষয়ে আলোচনা আব্দুল্লাহ আল জাহাঙ্গীর। ঠিকানা হলো: https://www.youtube.com/watch?v=UIHn8jLAtjk