As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2223

বিবিধ

প্রকাশকাল: 1 Mar 2012

প্রশ্ন

আসসালামু আলাইকুম অনেক সময় বাচ্চা কে হয়তো মারি, একটু পর যখন রাগ থাকে না তখন খারাপ লাগে যে বাচ্চা কিছু বুঝে না, তখন আবার খারাপ লাগে আল্লাহর কাছে বলি আল্লাহ ভুল হয়ে গেছে আর মারবো না,আবার রাগ হইলে কিছু বুঝে উঠার আগেi হয়তো একটা মার্ দিয়ে ফেলি, আল্লাহ কাছে যে ওয়াদা করেছি মনে থাকে না। পরে আবার ওয়াদা ভাঙার জন্যে অনুতপ্ত হয়। এমন কয়েক বার হয়েছে। এটার জন্যে কি ওয়াদা ভাঙার কাফ্ফারা করতে হবে? কাফ্ফারা করতে হলে কিভাবে আদায় করবো? এবং প্রত্যেক বার এর জন্যে কি করতে হবে? দুআ করবেন যেন সন্তান এর ব্যাপারে আল্লাহ আরো সহনশীল করে দিন।জাজাকাল্লাহু খাইরান উম্মে আব্দুল্লাহ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। দুআ করি আল্লাহ আপনাকে আরো সহনশীল হওয়র তাওফীক দান করুন। তবে আপনার উপর ওয়াদা ভঙ্গের কোন কাফফারা দিতে হবে না। কসম করলে কাফফারা দিতে হয়।