As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2220

যাকাত

প্রকাশকাল: 27 Feb 2012

প্রশ্ন

মআসসালামু আলাইকুম,,। amar kichu sona o rupa ase. একক ভাবে konotir uprei jakat asena. ami ki kore jakat dibo?
amar kichu মুরগি ও হাস, ও ২ ti গরু, 5 ti ছাগল আছে আমি কিভাবে তা জাকাত দিবো?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সোনা ও রুপা মিলে যদি ৫২ ভরি সোনার মূল্য পরিমান টাকার হিসাবে হয় তাহলে আপনি ৪০ ভাগের এক ভাগ টাকা হিসাব করে যাকাত দিবেন। গরু ছাগলের যাকাত দিতে হবে ন। তবে যদি গরু-ছাগলের ব্যবসা হয় তাহলে ৪০ ভাগের এক ভাগ যাকাত দিতে হবে। প্রয়োজনে 01734717299