As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 222

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 8 Sep 2006

প্রশ্ন

আস্সালামু আলাইকুম মুহতারাম । মহান আল্লাহর নিকট আপনার জন্য আমার মনের অন্তস্থল থেকে আপনার জন্য দোয়া করি আল্লাহ তায়ালা যেন আপনাকে নেক হায়াত দান করেন। আপনি যেন এই উম্মাতে মোহাম্মিদির পরকালিন মুক্তির জন্য আরো বেশি করে মেহনত করতে পারেন। অতপর…আমার কাছে আপনার রচিত প্রায় 18 টি কিতাব সহ অসংখ্য ভিডিও বক্তব্য সংগ্রহে রয়েছে যা থেকে আমি নিয়মিত অধ্যয়ন এবং শ্রবন করি। ফলশ্রুতিতে মহান আ্ল্লাহর অশেষ রহমতে তার একজন নেক বান্দা হওয়ার পথটা এখন আমার কাছে খুব পরিস্কার হয়েছে এবং হচ্ছে। তো তার ই ধারাবহিকতায়…. মোহতারামের নিকট আমার প্রশ্ন প্রসাব/পায়খানা থেকে পবিত্র হওয়ার জন্য আমরা পানি ও টিস্যু ব্যবহার করি। আমি অনেক বক্তার বক্তব্য থেকে জানতে পেরেছি যে একই সাথে পানি ও টিস্যু ব্যবহার করাটা সুন্নাত সম্মত নয়। আর দ্বিতীয়তঃ পানি থাকলে টিস্যু ব্যবহার না করাই উত্তম। তাদের অনেক কেই আপনি চেনেন। আর আমাকে বর্তমানে যে বিষয়টা খুব পেরেশানীতে রেখেছে সেটা হল প্রসাব করার পর আমরা টিস্যু নিয়ে যে হাটাহাটি করি এটাও নাকি সুন্নাত সম্মত নয়। তাহলে ব্যাক্তিগত ভা্বে আমার কাছে মনে হয় যে আমি যদি টিস্যু নিয়ে প্রসাবের পর হাটাহাটি করিও তারপর ও মনে হয় যেন কিছু নাপাকি আমার কাপড়ে লেগে যাচ্ছে। তো জনাব মেহেরবানি করে যদি আমাকে এই প্রসাব পায়খানা থেকে পবিত্র হওয়ার বিষেয়ে একটা সুন্নাত সম্মত দিকনির্দেশনা অবশ্যই বিস্তারিত দিতেন তাহলে এই অধম চির কৃতঞ্জ হতাম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। পানি ও টিস্যু উভয়টি একসাথে ব্যবহার করাই উত্তম। তবে যে কোন একটি দ্বারাই পবিত্রতা অর্জিত হবে। দলীলসহ জানতে আমাদের দেয়া ০০76 নং প্রশ্নের উত্তর দেখুন। টিস্যু ধরে হাটাহাটি করার কোন দলীল পাওয়া যায় না। তাই একান্ত প্রয়োজন না হলে হাটাহাটি করার দরকার নেই। আর আপনি যেটা লিখেছেন ব্যাক্তগিত ভ্বাে আমার কাছে মনে হয় যে আমি যদি টস্যিু নয়িে প্রসাবরে পর হাটাহাটি করওি তারপর ও মনে হয় যনে কছিু নাপাকি আমার কাপড়ে লেগে যাচ্ছে এটা শয়তানের ধোকা। আপনি টিস্যু এবং পানি উভয়টি ব্যবহার করুন। হাটাহাটি পরিহার করুন। ইনশাআল্লাহ আপনার পবিত্রতা যথায়থ ভাবে অর্যিত হবে।