As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2219

যাকাত

প্রকাশকাল: 26 Feb 2012

প্রশ্ন

assalamu, আমার ৭-৮ বিঘা আবাদি জামিন আছে ।বছের ২-৩ টা ফসল হয়, জার মুল্য ২.৫-৩ লাখ টাকা।আমি এই মোট টাকা দিয়েই আবার নতুন জমিন কিনি।আমার প্রশ্ন হল, আমি কিভাবে যাকাতের টাকা দিবো, বছর শেষে সংসার চালাতে হিমসিম খেতে হয়,নতুন জমিন কেনার কারনে । আমি kuran sullaher aloke jante chi?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভাই, ফসলের জাকাত আছে। যাকে ইসলামী পরিভাষায় উশুর বলে। আপনি যা ফসল হবে তার ২০ ভাগের এক ভাগ যাকাত দিবেন। ফসল হওয়ার পরপরই, এক বছর এক্ষেত্রে অপেক্ষা করতে হবে না।বিস্তারিত জানতে দেখুন, শায়খ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. রচিত বাংলাদেশে ফসল ব উশুরের যাকাত বইটি।