আসসালামু আলাইলুম আজ সকালে আমার ঘুম থেকে দেরি করে উঠার কারনে যখন আমি ফজরের সুন্নাত শেষ করে ফরজ নামাজ পরা অবস্থায় (প্রথম রাকাতে রুকুর ঠিক আগে ) আমি সুনতে পাই যে মুয়াজ্জিন সাহেব মাইকে ঘোষণা দিচ্ছেন যে নামাজের নিসিদ্ধ সময় সুরু হয়েছে, এখন নামাজ পরা নিসিদ্ধ। আমি ঐ মুহূর্তে ঠিক কি করনীয় তা বুজতে পারসিলাম না। আমি পুরো নামাজ শেষ করি। আমার প্রশ্ন, আমার নামাজ কি আদায় হয়েছে নাকি আমাকে কাজা পরতে হবে?