As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2203

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 10 Feb 2012

প্রশ্ন

জি আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হল-১-আমার ঘরের 7 ফুট উঁচু আলমারির ওপর যদি কোন কোরআন রাখা থাকে সেইদিকে কি পা করে মেঝেতে শোয়া যাবে?২-প্রতিদিন কোরআন তেলাওয়াত এর উদ্দেশ্য কোরআনের প্রথম দিক থেকে কি শেষ দিকে পড়তে হবে নাকি যে কোন জায়গা থেকে পড়লেই হবে?৩-নাপাক অবস্থায় computer থেকে কি কোন তফশির বা হাদীস পড়া যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। হ্যাঁ, সেদিকে পা দিয়ে শোয়া যাবে। ২। যে কোন জায়গা থেকে পড়লেই হবে। ৩। যাবে।