আস-সালামু আলাইকুম। আমার প্রশ্ন, ১) মানুষের মরন কে কেন্দ্র করে যে খতম যেমন কালেমা, ইউনুস, কুরআন খতম দেওয়ার প্রচলন আমাদের সমাজে আছে, কুরআন সুন্নাহর আলোকে জানতে চাই? ২) এই খতমের সব সওয়াব কে পাবে, যে কবরে আছে সে পাবে নাকি যে তা পড়ছে সে পাবে, নাকি দুইজনই সমান সওয়াব পাবে কুরান সুন্নাহর আলকে জানতে চাই? দয়া জানাবেন।