As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2188

অর্থনৈতিক

প্রকাশকাল: 26 Jan 2012

প্রশ্ন

আসসালামু আলাইকুম, বাড়তি কিছু টাকার বিনিময়ে টাকা ভাঙ্গানো জায়েজ হবে কি? যেমন ফুটপাতে কিছু লোক খুচরা টাকা নিয়ে বসে থাকে, তাদেরকে বাড়তি ১০ টাকা দিলে ১০০০ টাকার নোট ভাঙ্গিয়ে ১০ টা একশ টাকা বা ২০ টা ৫০ টাকার নোট দেয়।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, এভাবে ভাঙ্গানো বা ভাঙ্গিয়ে নেয়া জায়েজ নেই। এটা সুদ।