As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2186

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 24 Jan 2012

প্রশ্ন

আসসালামু আলাইকুম। । আমার প্রশ্ন হচ্ছে,মেয়েরা কিভাবে মা বাবার দায়িত্ব পালন করবে? একটু পরিষ্কার করে বলি,বাবা মার খরচ বহন করা কি মেয়েদর জন্য বাধ্যতামুলক? আর যে সমস্ত মা বাবার ছেলে নেই তারা কি করবে? দয়া করে আমার উত্তরটা দিবেন,,প্লিজ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বাবা-মা ছেলেকে যেমন মানুষ করেছে মেয়েকেও মানুষ করেছে। বাবা-মা যদি অসহায় হয়ে যায় আর মেয়েরা সচ্চল হয়ে তাহলে মেয়ে কেন এমন প্রশ্ন করবে যে, বাব-মার উপর খরচ করা তার উপর বাধ্যতামূলক কি না? ছেলে সন্তান যদি না থাকে আর পিতা-মাতা অসহায় হয়ে যায় আর মেয়ে সন্তান সচ্চল হয় তাহলে অবশ্যই তাকে পিতামাতেকে দেখতে হবে। তবে পিতা-মাতার যদি আয়ের উৎস থাকে তাহলে তারা নিজে আয় থেকেই খরচ করবেন।