As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2185

বিবিধ

প্রকাশকাল: 23 Jan 2012

প্রশ্ন

আসসালামু আলাইকুম, প্রশ্ন -১: আল্লাহ তো সবকিছু জানেন, তিনি আমাদের পৃথিবীতে পাঠানোর আগে জানতেন যে পৃথিবীত পাঠালে কে ভাল কাজ করবে আর কে খারাপ কাজ করবে। ধরুন আমাকে পৃথিবীতে পাঠানো হল আমি খারাপ কাজ করলাম তাহলে কেন আমাকে পরকালে শাস্তি/দোযোকে দেওয়া হবে। তিনি তো যানতেন আমাকে পৃথিবীতে পাঠালে আমি খারাপ কাজ করব (তিনি তো সব ভাল মানুষকে পৃথিবীতে পাঠাতে পারতেন)।

উত্তর

ওয়া আলাইকুস সালাম। মানুষ যখন দুনিয়াতে দুনিয়ার কাজ করে তখন আল্লাহ সব লিখে রেখেছেন ভেবে তার কাজ থেকে বিরত থাকে না। অথচ আখেরাতের বেলায় এই সব উদ্ভট প্রশ্ন করে। যাই হোক আপনার প্রশ্নের উত্তর জানতে দেখুন ইউটিউবে এই শিরোনামে সুন্নাহর আলোকে তাকদীরে বিশ্বাস আলোচক ড আব্দুল্লাহ জাহাঙ্গীর