As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2180

হালাল হারাম

প্রকাশকাল: 18 Jan 2012

প্রশ্ন

আসসালামু আলাইকুম… আমি স্টুডেন্ট… পড়াশুনার পাশাপাশি টাকা ইনকামের জন্য অনলাইন মার্কেটিং হিসেবে একটা ওয়েবসাইটে কাজ করি… বিষয়টা এমন যে ওই সাইটে আমি ১ দিনে নির্দিষ্ট পরিমাণ ভিডিও দেখলে ১ ডলার পাই… আমার রেফারেল আইডি কেউ ব্যবহার করে ভিডিও দেখলে আমি ১ ডলার এর ১০% পাই… আমার এভাবে ইনকাম করাটা কি হালাল হবে? জানালে উপকৃত হবো…

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার কাজই যদি হয় ভিডিও দেখা তাহলে সমস্যা হওয়ার কথা নয়। তবে আপনার আই ডি অন্য কেউ দেখলে আপনি টাকা পাবেন এটা এমএলএম মত হয়ে যাচ্ছে, এটা জায়েজ নেই।