As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2168

নামায

প্রকাশকাল: 6 Jan 2012

প্রশ্ন

রুকু সিজদার মাঝখানে যদি মনে মনে বাংলায় দুয়া পরি সেটা কি হবে কিনা? কারন সকল ভাষার সৃষ্টিকর্তা তো এক আল্লাহতায়ালাই।

উত্তর

সকল ভাষায় আল্লাহর সৃষ্টি ঠিক আছে। কিন্তু নামায একটি ইবাদত আর ইবাদত রাসূলুল্লাহ সা. যেভাবে করতে আদেশ দিয়েছেন সেভাবেই করতে হবে।রুকু সাজদার মাজখানে ফরজ সালাতে কোন দুআ বাংলাতে করবে না। নফল সালাতে অনেকে অনুমতি দিয়েছেন তবে আরবী দুআ শিখে নেয়া খুবই জরুরী।