আস-সালামু আলাইকুম। শাইখ, ১। কোন আলিমের কাছে কোন বিষয়ের ফতোয়া বা প্রশ্ন এর জন্য দলিল জিজ্ঞাস করা বিয়াদবি কিনা। দয়া করে আদব জানাবেন। ২। মাকতু ও মাওকুফ হাদিস এর জন্য শরিয়তের বিধান কি? এটি দলিল হিসাবে বলা ঠিক কি না। ৩। হাদিস জইফ না জাল এটা নিয়ে মতবিরধ হলে কি করব? সতর্কতাবশত পালন করব নাকি বর্জন করব।