As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2165

আদব আখলাক

প্রকাশকাল: 3 Jan 2012

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। শাইখ, ১। কোন আলিমের কাছে কোন বিষয়ের ফতোয়া বা প্রশ্ন এর জন্য দলিল জিজ্ঞাস করা বিয়াদবি কিনা। দয়া করে আদব জানাবেন। ২। মাকতু ও মাওকুফ হাদিস এর জন্য শরিয়তের বিধান কি? এটি দলিল হিসাবে বলা ঠিক কি না। ৩। হাদিস জইফ না জাল এটা নিয়ে মতবিরধ হলে কি করব? সতর্কতাবশত পালন করব নাকি বর্জন করব।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। হঠকারীতা করে নয় বরং সত্যই কোন বিষয় ভালভাবে জানার জন্য দলীল জানতে চাওয়া কোন বেয়াদবী নয় বরং প্রশংসনীয়। ২। প্রয়োজনে একগুলোও দলীল হতে পারে। ৩। আপনি যে কোন একটি মতামত অনুযায়ী আমল করতে পারেন।