As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2163

বিবিধ

প্রকাশকাল: 1 Jan 2012

প্রশ্ন

আসসালামু আলাইকুম । আমার কয়েকটি প্রশ্ন আছে – (১) ওয়াদা ভঙ্গকারীদের শাস্তি কি? হাশরের ময়দানে ওয়াদা ভঙ্গকারীদের কি বিশেষ কোনো চিহ্ন থাকবে যা দেখে বুঝা যাবে এরা ওয়াদা ভঙ্গকারী?
(২) যাদের বিবাহ করার সামর্থ নেই তাদের কি নিয়মিত রোযা রাখতে হবে?
(৩) যদি কোনো গোনাহের দিকে নফসের প্রবল আকর্ষণ সৃষ্টি হয় এবং হৃদয়-মনে প্রবল অস্থিরতা ও পেরেশানী কাজ করে তখন করণীয় কি? এই পরিস্থিতিতে তো গোনাহ হয়ে যাওয়ার ভয় থাকে । যদি গোনাহ হয়ে যায় তবে কি নফসের উপর কোনো শাস্তি নির্ধারণ করতে হবে? শাস্তি দিলে কি ধরণের শাস্তি দেওয়া যায়?
(৪) বারবার তওবা ভঙ্গ হয়ে গেলে কি নফসকে শাস্তি দিলে ভাল হয়? এতে করে কি সেই গোনাহ থেকে বেঁচে থাকা সম্ভব?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ওয়াদা ভঙ্গ করা মূমিনের গুন নয়। মুনাফিকের স্বভাব। সুতরাং মুনাফিকের কোন স্বভাব মূমিনের ভিতর থাকতে পারে না। এটা অবশ্যই বড় গুনাহ। ২। যারা বিবাহের সামর্থ্য রাখে না, অথচ গুনাহ হওয়ার সম্ভাবনা থাকে তাদেরকে রাসূলুল্লাহ সা. রোজা রাখার পরামর্শ দিয়েছেন। নিয়মিত রাখতে হবে এমন নয় আবরা রাখা আবশ্যক এমনো নয়। ৩। ঐ পরিবেশ থেকে কোন ভাল পরিবেশে চলে আসবেন। যেমন, মসজিদ বা এমন স্থানে। নফসের উপর শাস্থি বলতে আপনি কী বুঝাচ্ছেন তা স্পষ্ট নয়।