আসসালামু আলায়কুম । শাইখ আসরের সলাত কখন পড়া উত্তম? আমার কাছে একটা সলাতের চিরস্হায়ী সময়সূচি আছে, সেখানে আসরের সলাত আমাদের দেশের আযানের প্রায় একঘণ্টা পূর্বে হয় এবং আমি একটা হাদিস পড়েছি, সেখানে ফজরের ও আসরের সলাত দ্রুত আদায় করতে বলা হয়েছে । এক্ষেত্রে আসরের সলাত কখন পড়ব?