As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2145

হজ্জ

প্রকাশকাল: 14 Dec 2011

প্রশ্ন

আসছালামুয়ালাইকুম ডঃ খোন্দকার ;
প্রথমত আপনার জন্য দোয়া করি আল্লাহ্ আপনাকে দীর্ঘজীবী করুন। আমাদের বর্তমান সমাজে সঠিক পথ নির্দেশনার দেওয়ার জন্য আপনার মতো আলেম খুবই প্রয়োজন। আমার স্ত্রীর বড় বোন, উনার স্বামী মারা গেছেন প্রায় ২ বছর হল। তিনি এখন ওমরা হাজ্জ করার নিয়ত করেছেন। কিন্তু উনি দ্বিধা দন্দে ভুগছেন যে উনি একাকি ওমরা করতে যেতে পারবেন কিনা? নাকি কাউকে সাথে নিতে হবে। আমার একটি প্রশ্ন হল উনি কিভাবে ওমরা পালন করবেন? বা কাউকে সাথে নিতে হবে কিনা? যদি বিস্তারিত জানাতেন তাহলে খুবই উপকার হতো। আপনার উত্তরের অপেক্ষায় থাকলাম। ফাইসাল আহমাদ, ০১৯৭৮৮৪৬৭৬১

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভাই, আপনি মনে হয় জানেন না, শায়েখ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহি. স্যার গত ১১মে ২০১৬ তারিখে সড়ক দূর্ঘটনায় মারা গেছেন। আমরা তার জন্য আল্লাহর কাছে দুআ করি আল্লাহ যেন তাকে ভাল রাখেন। আপনার প্রশ্নের উত্তর হলো, আপনার স্ত্রীর বড় বোনকে কোন মাহরাম পুরুষের সাথে যেমন, ছেলে, পিতা, মামা এদের সাথে ওমরা করতে যেতে হবে। একাকী বা মাহরাম পুরুষ ছাড়া যেতে পারবে না।