As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2139

অর্থনৈতিক

প্রকাশকাল: 8 Dec 2011

প্রশ্ন

আসসালামু আলাইকুম। একটা আইটি ও ফিকহ রিলেটেড বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি!
আজ কয়েকদিন ধরে মনের ভিতরে একটা প্রশ্ন খুব ঘুরপাক খাচ্ছে আর তা হলো:
আমরা IT ভিত্তিক বিভিন্ন ডিভাইসে (যেমন- Windows Computer) কিছু কিছু সফটওয়্যার (যেমস- Windows OS, IDM, Bijoy, NT Virus Softwares etc.)ব্যবহার করি যা একজন গ্রাহক শুধুমাত্র টাকা দিয়ে কিনলেই প্রোগ্রামার বা বিক্রেতা কর্তৃপক্ষ পরিপূর্ণ সফটওয়্যারটি লাইসেন্স কোড সহকারে ব্যবহারের বৈধতা দেন অন্যথায় এটি Trail Version(Fix Dated) বা Limited Version এ থেকে যায় যা দিয়ে কাজের মূল উদ্দেশ্য সম্পন্ন হয় না। কিন্তু এসব সফটওয়্যার তৈরির মেকানিজমে কারিগরিক কিছু ফাঁক-ফোকড় থাকার কারণে অন্য কোন ৩য় পক্ষ বা কোন কোন ক্ষেত্রে সফটওয়্যার ব্যবহারকারী নিজেই বিশেষ কিছু বুদ্ধিভিত্তিক কৌশল বা হাতিয়ার (Cracking Tools) ব্যবহার করে কোন কোড বা লাইসেন্স ছাড়া সফটওয়্যারটি পরিপূর্ণভাবে স্বক্রিয় করতে সক্ষম হয় (যাকে কারিগরিক ভাষায় Cracking বা Patching বলে)। এক্ষেতে বিক্রেতা প্রোগ্রামার বা বিক্রেতা কর্তৃপক্ষের লাইসেন্স কোড সেইভাবে আর কাঙ্ক্ষিত হারে বিক্রয় হয় না, কোন কোন সময় ক্ষতির সম্মুখীন হন মোটকথা কিছু না কিছু ক্ষতি বিক্রেতা কর্তৃপক্ষের হয়ই। এখন প্রশ্ন হল বুদ্ধিভিত্তিক কৌশল বা হাতিয়ার ব্যবহার করে কোন কোড বা লাইসেন্স ছাড়া সফটওয়্যারটি ব্যবহারের বৈধতা কতটুকু?
বি:দ্র: এই ঘটনাটি প্রতিনিয়ত ঘটেই চেলেছে, এমনকি যদি আপনি 6000 ৳ বা তার থেকে বেশি টাকা খরচ করে Windows এর Original সিডি না কিনে থাকেন তবে আপনি যে কম্পিউটারটি এখন ব্যবহার করছেন তার OS(Operating System) টিও একটা হাতিয়ার (Windows Loader বা Windows Activator বা KMSAuto) ব্যবহার করে কোন কোড বা লাইসেন্স ছাড়া পরিপূর্ণভাবে স্বক্রিয় করা হয়েছে। এ প্রশ্নটি নিম্ন বিষয়াদির সাথে জড়িত: ১. ব্যবসায়িক ফিকহ
২. Software Business
৩. Software Cracking বা Patching টেকনিক। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুন। এবং আপনাদেরকেও উত্তম জাঝা প্রদান করুন। মা আসসালাম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এটা জায়েজ নয়। এমনকি ঐ কোম্পানী যদি কোন পাসওয়ার্ড বা নিরাপত্তমূলক কোন পদক্ষেপ গ্রহন না করে শুধ বলতো, আমাদের এটা অন্য কেউ টাকা ছাড়া নিতে পারবে না তবুও সেটা কারো জন্য জায়েজ হতো না। অনুমতি ছাড়া অন্যের জিনিস দ্বারা উপকৃত হওয়ার বা অন্যকে ক্ষতি করার কোন বৈধতা ইসলাম দেয় নি। আশা করি বুঝতে পেরেছেন।