As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2138

যাকাত

প্রকাশকাল: 7 Dec 2011

প্রশ্ন

আমার নিসাব পরিমাণ সম্পদ আছে এবং আমার উপর যাকাত ফরয হয়েছে। আমার জানামতে চন্দ্র বছরের প্রথমে ও শেষে যদি একই পরিমাণ সম্পদ থাকে তার ১/৪০ অংশ যাকাত দিতে হয়। । । গত বছর আমার নিসাব পরিমাণের চেয়ে সম্পদ ছিল। কিন্ত কত ছিল আমার হিসাব নাই। কারণ আমি জানতাম না এই বছর যাকাত দিতে হবে। আমার অনুমানে ৪৫-৫৫এর মত ছিল। আমি ৫০ ধরলে আসে ১২৫০ টাকা। আমি কোথায় যেন শুনছিলাম যাকাতের অর্থ একেবারে নির্দিষ্ট পরিমাণে দিতে হয়। কম বা বেশি দেয়া যায় না। এখন আমি কি কিছু বেশি দিতে পারব? এতে কি যাকাত আদায়ের ক্ষতি হবে? ধন্যবাদ

উত্তর

আপনার বুঝতে একটু ভুল হয়েছে। নিসাব পরিমান সম্পদের মলিক হওয়ার এক বছর পর যাকাত দেয়ার সময় যত সম্পদ থাকে বা বর্তমান অবস্থায় টাকা থাকে তার হিসাব করে যাকাত দিতে হয়। এক বছর পূর্বে কত টাকা ছিল সেটা বিবেচ্য নয় এখন যত টাকা আছে তা হিসাব করে আপনি শতকারা আড়াই টাকা হারে যাকাত দিবেন। আশা করি আপনার জটিলতা কেটে গেছে। প্রয়োজনে 01734717299