As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2128

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 27 Nov 2011

প্রশ্ন

আসসালামু আলাইকুম, ১/ছবি দিয়ে কি কাউকে জাদু কিংবা ক্ষতি করা যায়?
২/ যেন আমার কেউ ক্ষতি করতে না পারে সেজন্য কি কোনো আমল আছে?
৩/ আমার একটা চাকুরী খুব দরকার, চাকুরী পাওয়ার জন্য কি কোনো আমল আছে?
৪/বিপদে পতিত হলে দুয়া – ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। আল্লাহুম্মা অ জুরনী ফী মুসিবতী ওয়া আখলিফ লী খাইরাম মিনহা এই দুয়া প্রতিদিন ১ বার করে পড়লে হবে?নাকি প্রতিদিন আরো বেশী পড়তে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। প্রথম প্রশ্নটি স্পষ্ট করে লিখুন। ২। এই দুআটি সকাল সন্ধা তিনবার করে পড়বেন। ইনশাআল্লাহ সকল বিপদাপদ থেকে রক্ষা পাবেন। এছাড়া রাহে বেলায়াত বইটি দেখতে পারেন। بِسْمِ اللَّهِ الَّذِى لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَىْءٌ فِى الأَرْضِ وَلاَ فِى السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ ৩। চাকরীর জন্য এবং যে কোন প্রয়োজনের জন্য এই দুআটি বারবার পাঠ করবেন, رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ এবং এই দুআটি দুই সাজদার মাঝে এবং অন্যান্য সময় পাঠ করুন। اللَّهُمَّ اغْفِرْ لِى وَارْحَمْنِى وَاهْدِنِى وَعَافِنِى وَارْزُقْنِى ৪। যতবার ইচ্ছা পড়বেন।