As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2126

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 25 Nov 2011

প্রশ্ন

আমি আমার বাবা-মার ঔরশ সন্তান না। কিন্তু আমি আমার মার দুধ পান করেছি। আমি কি আমার দুধ মায়ের প্রেতি কোন অধিকার কাঠাতে পারব?

উত্তর

আপনি যাদের ঔরশ সন্তান না তাদের উপর আপনি সন্তান হিসেবে কোন অধিকার রাখেন না, এটাই ইসলামী বিধান । তবে মানবিক দিকটি অবশ্যই তাদের বিবেচনা করতে হবে।