As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2120

জাদু-টোনা

প্রকাশকাল: 19 Nov 2011

প্রশ্ন

আস সালামু আলাইকুম। এদেশে অনেক ঝাড়ফুঁককারী কবিরাজ দাবি করেন তারা নাকি জ্বিন দেখতে পান, জ্বিনদের সাথে কথা বলতে পারেন, এমনকি জ্বিনকে বশীভূত করতেও পারেন। অনেকে নাকি জ্বিন পোষেন। এসব গুণগুলো কি সত্য হওয়া সম্ভব? আর সত্য হলে কি এটা কুফর নয়? কারণ আমি যতদূর জানি জ্বিন বশীভূত করতে হলে জ্বিন-শয়তানের আরাধনা, জাদুবিদ্যা ইত্যাদি করতে হয়। বা-রাকাল্লা-হু ফি-কুম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালমা এগুলো অসম্ভব নয়, তবে এগুলোর নামে যা হয় তার অধিকাংশ ভন্ডামী। এটা করতে হলে কুফুরী করা আবশ্যক নয়।কুফুরী কিছু করলে সেটা অবশ্যই গুনাহের কাজ।