কোন মুস্ততাহিদ এর ইস্তিহাদ ভুল হলে তিনি ১ তি সউয়াব পাবে। কিন্তু তার উপর আমল কারির আমলের কি হবে জতদিন সে ভুল ইস্তি হাদের উপর আমল করেসে। ২. কন লেখকের লেখা কিতাবের উদরিতি সহ প্রস্ন করা বেয়াদবি কি না। উদ্দেেশ্য কাউকে ছোট করা বা ভুল প্রমা নিত করা বা বিতর্ক করা নই, নিজে সহি জানা ও মানা।