বালতিতে অপবিত্র কাপড় ধোয়ার সময়, কাপড় ১ম বার ধুয়ে বালতির পানি ফেলে দেই । বালতির পানি নাপাক হওয়ায় স্বাভা বিক ভাবেই হাতে সেই পানির কিছুটা লেগে থাকে । আবার হাত দিয়ে কলের হাতল চেপে বালতি আবার পানিপূর্ন করতে হয় । ফলে হাতলেও সেই পানি লেগে যায় । ২য় বার বালতিতে কাপড় ধুয়ে ৩য় বার আবার হাতল চাপতে হয় ফলে হাতলের পানি(১ম বার যেখানে অপবিত্র পানি লেগেছিল ) আবার হাতে লেগে যায় ফলে সেই নাপাক পানি সহ হাত ৩য় বার বালতির পানিতে ডুবিয়েই কাপড় ধুতে হয় । এভাবে ধুলে কী কাপড় পবিত্র হবে? জনৈক আলিমকে বললে তিনি বলেন এটা শুধু শয়তানের ওয়াছওয়াছা ।