As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2105

অর্থনৈতিক

প্রকাশকাল: 4 Nov 2011

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ..
আমার এক বন্ধু জমি সংক্রান্ত ব্যবসা করার জন্য দুুই মাসের জন্য কিছু টাকা ধার নিয়েছিল এবং লাভ দিবে বলেছিল কিন্তু লাভ নির্দিষ্ট করেনি। তবে এর মধ্যে ৪ বছর অতিক্রান্ত হয়ে গেছে। যদি সে লাভসহ টাকা ফেরত দেয় তবে লাভের টাকা কি হালাল হবে। আমার পক্ষ থেকে লাভের জন্য কোনো চাপ নেই। জানালে কৃতজ্ঞ থাকবো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ধার দিয়ে লাভ নেয়ার নামই তো সুদ। যদি আপনি ব্যবসার অংশীদার হয়ে লাভ নিতেন তবুও শুদ্ধ হবে যখন লাভের হার নির্দিষ্ট করে নেবেন। সুতরাং এক্ষেত্রে আপনি তার থেকে লাভ নিতে পারবেন না।