As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2098

নামায

প্রকাশকাল: 28 Oct 2011

প্রশ্ন

৫ বছর সালাত কাযা পড়ার নিয়ম এবং নিয়ত গুলোরর মাসালা বলবেন। যেমন : ১ মাস বা ১ বছর হয়ে গেলে তারপর কি পাবে নিয়ত করবো, যেমন ৩০ তম দিনের কাযা নামাযের নিয়ম করলাম, এর ১বছর পার হয়ে গেল, তখন কি নিয়ত হবে ৩৬৭ তম দিনের কাযা এর নামায পড়ার নিয়ত করলাম। এই ভাবে কি

উত্তর

বিগত দিন সমূহের এক দিনের কাজা করলাম এমন নিয়ত করলেই হবে। প্রয়োজনে 01734717299