As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2074

যাকাত

প্রকাশকাল: 4 Oct 2011

প্রশ্ন

ভাই আসসালামুয়ালাইকুম। আমার কাছে ৫২.৫০ তোলা রুপার সমপরিমাণ বা তার চেয়ে একটু বেশী অর্থ এক বছর ধরে জমানো আছে যদিও আমি ওখান থেকে মাঝখানে খরছ করলেও নিসাবের নিচে নামেনি। আমি এই মাসে আমার বেতন পাওয়ার পর নতুন করে কিছু টাকা আমার কাছে আসে। আমি গত বছর নভেম্বর মাসে প্রথম যাকাত আদায় করি। আমার প্রশ্ন হল পূর্ণ এক বছর হওার কারনে আমি কি যে টাকা জমানো ছিল শুধু অই টাকার ২.৫০% যাকাত হিসাব করব নাকি যেহেতু বেতন পাওয়ার পর পূর্ণ এক বছরের তারিখটা হয়েছে তাই আমাকে জমানো টাকার সাথে বেতন টা যোগ করে যাকাত হিসেব করতে হবে?
আল্লাহ আপনাদের ভাল কাজগুলোর উত্তম প্রতিদান দান করুক। আমীন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নিসাবের মালিক হওয়ার এক বছর পর যত টাকা হবে সব টাকার উপরই যাকাত দিতে হবে। সব টাকার জন্য এক বছর থাকা শর্ত নয়। সুরতাং আপনকে নতুন পাওয়া বেতনের টাকাসহ যাকাত দিতে হবে।