As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2065

হাদীস

প্রকাশকাল: 25 Sep 2011

প্রশ্ন

আসসালামু আলাইকুম, ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার এর বই এ হাদিস গুলর যেই রেফারেন্স নং থাকে সেগুলো কোন প্রকাশনীর,অথবা কোথা থেকে আনা হয়েছে? যেমনঃ- স্যার এর রাহে বেলায়েত বইয়ে ৫৭৫ পৃষ্ঠার একটা হাদিস –
আয়েশা (রাঃ) বলেন কিছু মানুষ রাসুলুল্লাহ (সঃ) কে গণক – পুরহিতদের বিষয়ে প্রশ্ন করেন । তখন তিনি বলেন, এরা কিছুই নয় । তারা বলেঃ হে আল্লাহর রাসুল তারা তো কখনও কখনও এমন সব কথা বলে যা সত্য বলে প্রমানিত হয় । তখন রাসুলুল্লাহ (সঃ) বলেন – জিন ( ফেরেশতাগনের কথাবার্তা থেকে ) একটি সত্য চুরি করে শ্রবণ করে, এরপর সে মুরগীর মত শব্দ করে তা তাঁর ওলির কানের মধ্যে ঢেলে দেয়। তখন জিনের ওলিগন (যাদুকর ) এর সাথে শত মিথ্যা মিশ্রিত করে। বুখারী ( ৭৯- কিতাবুত তিব, ৪৫- বাবুল কাহানাহ ) ৫/২১৭৩), মুসলিম ( ৩৯- কিতাবুস সালাম, ৩৫- তাহ্রীমিল কাহানাহ) ৪/১৭৫০)
এই ২১৭৩ ও ১৭৫০ ইসলামিক ফাউনডেশন এর ২১৭৩ ও ১৭৫০ অথবা তাওহীদ পাবলিকেশন এর ২১৭৩ ও ১৭৫০ এর কোনোটার সাথে মিল পাচ্ছি না। এবং কোথায় মিল পাব? বিস্তারিত জানালে উপকৃত হবো। আল্লাহ আপনাদের সঠিক উত্তর দেয়ার তৌফিক দান করুক।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রহ. এর বই এ হাদিস গুলর যেই রেফারেন্স নং থাকে সেগুলো কোন প্রকাশনীর তা বইয়ের শেষে দেয়া আছে। আপনি সেখান থেকে দেখে নেবেন। দ্বিতীয়ত যখন অধ্যায় ও পরিচ্ছেদের কথা উল্লেখ থাকে তখন তো যে কোন লাইব্রেরীর কিতাবে খুঁজে পাওয়া যাবে। যেমন আপনি যেটার কথা উল্লেখ করেছেন।৭৯নং অধায়, যার শিরোনাম কিতাবুত তিব এবং ৪৫ ন্ং পরিচ্ছেদ, যার শিরোনাম, বাবুল কাহানাহ। এভাবে খুঁজলে তো না পাওয়ার কথা নয়। তাছাড়া রাহে বেলায়েতে ভারতীয় নুসখার রেফারেন্সও দেয়া আছে। এটা তো আমাদের সকল মাদ্রাসায় পড়ানো হয়। আশা করি বুঝতে পেরেছেন।