As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 206

অর্থনৈতিক

প্রকাশকাল: 23 Aug 2006

প্রশ্ন

আমাদের সমাজে যেসব এনজিও বা বীমা কোমপানীগুলো ছড়িয়ে রয়েছে তাদের কাছ থেকে টাকা ঊঠানো বা সনঞচয়ী হিসাবে টাকা জমা রাখা এবং তাদের নীতি অনুসারে যেকোন আরথিক লেনদেন কি ইসলামি শরিয়ত কি অনুমোদন দেয়? জানালে খুবই উপকার হয়।

উত্তর

সুদ ভিত্তিক কোন প্রতিষ্ঠানের সাথে যে কোন ধরনের আর্থিক লেনদেন হারাম। সুতরাং সুদ ভিত্তিক কোন এনজিও বা বীমা কোম্পানীর সাথে আপনি উক্ত আর্থিক লেনদেন করতে পারবেন না।