As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2053

অর্থনৈতিক

প্রকাশকাল: 13 Sep 2011

প্রশ্ন

আসসালামুআলাইকুম, আমি গরুর ব্যবসা করতে চাই- কিন্তু ধরনটা হলো সরকারের চোখ ফাকি দিয়ে এক এলাকার গরু অন্য এলঅকায় নিতে হবে – এক্ষেত্রে ধরা পড়লে জেল হবে এবং শাস্তিও হবে– ইসলামী মতে ঐ ব্যবসা করাটা কি হালাল হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, এই ভাবে ব্যবসা করা জায়েজ হবে না। আপনাকে ব্যবসা করতে হলে দেশীয় আইন মেনেই ব্যবসা করতে হবে।