আস্ সালামু আলায়কুম– ভাই আমি কাউকে না জানিয়ে উকিলের মাধ্যমে বিয়ে করেছিলাম। আমার পরিবার ও মেয়ের পরিবারের কেউ জানতোনা। একজন মুফতী বলেছিল যে বিয়ে হবে কিন্তু বিয়ের পরে থেকেই সংসারে ঝগড়া শুরু হয় — সংসারে কোন বরকত ছিলনা। এক পর্যkায়ে একদিন ফোনে খুব ঝগড়া বেধে যায় এবং আমার মূখ থেকে বের হয় — এক তালাক- দুই তালাক- তিন তালাক— এমন অবস্থায় কী করণীয়?
আমি এবং ঐ মেয়েটা এখন খুব অনুতপ্ত। অনেক আলেম বলেছে যে-বিয়েও হয়েছে তালাকও হয়েছে। এই বিষয়টা একটু খোলাশা করেন। মেয়েটার মানষিক অবস্থা ভালনা। আমিও অনুতপ্ত, দয়া করে একটা পরামর্শ দেন।নতুন করে সবার সামনে আবার বিয়ে করা যাবে কিনা? সমাধান হবে কি না?