As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2048

বিবাহ-তালাক

প্রকাশকাল: 8 Sep 2011

প্রশ্ন

আস্ সালামু আলায়কুম– ভাই আমি কাউকে না জানিয়ে উকিলের মাধ্যমে বিয়ে করেছিলাম। আমার পরিবার ও মেয়ের পরিবারের কেউ জানতোনা। একজন মুফতী বলেছিল যে বিয়ে হবে কিন্তু বিয়ের পরে থেকেই সংসারে ঝগড়া শুরু হয় — সংসারে কোন বরকত ছিলনা। এক পর্যkায়ে একদিন ফোনে খুব ঝগড়া বেধে যায় এবং আমার মূখ থেকে বের হয় — এক তালাক- দুই তালাক- তিন তালাক— এমন অবস্থায় কী করণীয়?
আমি এবং ঐ মেয়েটা এখন খুব অনুতপ্ত। অনেক আলেম বলেছে যে-বিয়েও হয়েছে তালাকও হয়েছে। এই বিষয়টা একটু খোলাশা করেন। মেয়েটার মানষিক অবস্থা ভালনা। আমিও অনুতপ্ত, দয়া করে একটা পরামর্শ দেন।নতুন করে সবার সামনে আবার বিয়ে করা যাবে কিনা? সমাধান হবে কি না?

উত্তর

ওয়া আলাইকুমুস সালমা। আপনি পরিবারকে না জানালেও বিয়ে বৈধ হয়েছিল। তিন তালাক দেয়ার পর সে চিরদিনের জন্য আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপনারা এখন স্বামী-স্ত্রী নন। অবিলম্বে আপনাদের পৃথক হতে হবে। মানুষ মারা গেলে যেভাবে চিরদিনির জন্য পৃথক হয়ে যায় এক্ষেত্রেও তাই। এখন আপনদের একত্রিত হওয়ার কোন সুযোগ নেই। নতুন করে বিয়ে করলেও হবে না।