As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2042

নামায

প্রকাশকাল: 2 Sep 2011

প্রশ্ন

আসসালামু আলাইকুম..
প্রশ্ন : আমার স্বাস্থ মোটা এবং ওজন বাড়ার ও কোমর ব্যাথার কারনে চেয়ারে বসে নামাজ পরি..
আমি দারিয়ে সব কিছু করি..
রুকু ঠিকমত দেই ৷
সিজদার সময় চেয়ারে বসে অর্ধেক ঝুকে সিজদা দেই ও চেয়ারে বসে তাশাহুদ পরি..
আমি সিজদা যদি কষ্ট করে দেইও..
আমি আর দাড়াতে পারিনা এবং ঠিকমত পা ভাজ করে বসতেও পারিনা…
আমি খুব মানসিক কষ্ট পাচ্ছি..
আমার নামাজ হচ্ছে কি না?
আমাকে কোন সহিহ মাছলা দিয়ে আমাকে উপকৃত করবেন ৷৷

উত্তর

আপনি যতটুকু সম্ভব দাঁড়াবেন এবং চেয়ারে বসে নামায পড়বেন। আমরা দুআ করি আল্লাহ আপনাকে সুস্থ করে দিন।