আসসালামু আলাইকুম। ১। জামায়েতের নামাযে যেকোনো রাকাতের যদি একটা সিজদাহ পর গিয়ে জামায়েতে অংশগ্রহণ করা হয় তাহলে কি করণীয়?
১ম- পরবর্তী রাকাতের জন্য অপেক্ষা করব? ২য়- তখনই নামাযে অংশগ্রহণ করব? ৩য়- যদি ২য় হয় তাহলে তো একটা সিজদাহ বাদ যাচ্ছে। তখন কি করনীয়? এই সিজদাহ কি আদায় করতে হবে? আর যদি করতে হয় কখন এবং কিভাবে আদায় করতে হবে? আশা করি প্রশ্ন বুঝতে পেরেছেন। ২। ওযু করার পর গান শুনলে বা টিভি দেখলে বা মিথ্যা বললে কি ওযু ভেঙে যায়? আমি যতটুকু জানি ভাঙে না কিন্তু আমাকে একজন বলল আবার ওযু করতে হবে। সঠিকটা জানতে চায়। ৩। মোবাইলে বাংলা অনুবাদসহ কুরআন শরীফ কি শুয়ে শুয়ে পড়া যায়?