As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2038

অর্থনৈতিক

প্রকাশকাল: 29 Aug 2011

প্রশ্ন

প্রশ্ন: মসজিদে কিংবা মসজিদের মাইকে মৃত সংবাদ/ হারানো বিজ্ঞপ্তি প্রচার করা যাবে কি? দলিলসহ জানালে উপকৃত হব।

উত্তর

মসজিদে হারানো সংবাদ প্রচার করা যাবে না। হাদীসে এসেছে রাসূলুল্লাহ সা. বলেছেন, مَنْ سَمِعَ رَجُلاً يَنْشُدُ ضَالَّةً فِى الْمَسْجِدِ فَلْيَقُلْ لاَ رَدَّهَا اللَّهُ عَلَيْكَ فَإِنَّ الْمَسَاجِدَ لَمْ تُبْنَ لِهَذَا যখন কোন মানুষকে শুনবে মসজিদে হারানো বস্তু সম্পর্কে সংবাদ দিতে তখন বলেবে, আল্লাহ যেন, তা তোমাকে না ফিরিয়ে দেন। কোননা মসজিদকে এই কাজের জন্য বানানো হয় নি। সহীহ মুসলিম, হাদীস নং ৫৬৮। তবে মৃত সংবাদ প্রচার করা জায়েজ বলে মনে হয়। দলীলসহ বিস্তারিত জানতে দেখুন https://islamqa.info/ar/41959 এবং http://almoslim.net/node/52397