As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2027

সুন্নাত

প্রকাশকাল: 18 Aug 2011

প্রশ্ন

আসসালামু আলাইকুম, একজনের কাছে শুনেছি, ১/ যে ফজর সলাতের পর মাথায় হাত দিয়ে আয়াতুল কুরসি পরলে মাথা ব্যাথা ভাল হয়ে যায়। ২/ বুকে হাত দিয়ে ২১ বার ইয়া সালামু ইয়া সালামু বলতে, ইহার ফজিলত মনে নেই। এগুলো কি রসুল (স) এর সুন্নাহ দ্বারা প্রমাণিত বা সহিহ হাদিসে আছে?

উত্তর

এগুলো সহীহ হাদীসে আছে বলে আমাদের জানা নেই। তবে কুরআনের যে কোন আয়াত পড়ে ঝাড়ফুঁক করলে যে কোন ব্যাথা ভাল হওয়া খুবই সম্ভব।