As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2021

নামায

প্রকাশকাল: 12 Aug 2011

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, বিভিন্ন সময় আমরা শুনি নামাজের শেষে সালাম ফিরার আগে দোআ কবুল হয়। নামাজের শেষে তো দোয়া মাসুরা (আল্লাহ হুম্মা ইন্নি জলামতু নাফসি)পড়ি তার পর কি দোআ পড়ব, যে দোআ গুলো সিজদায় পড়ি, বিষয়টি বুঝিয়ে বলবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যে দুআ মাসুরা সাধারণত পড়া হয় সেটা ছাড়াও আপনি কুরআন ও হাদীসে বর্ণিত যে কোন দুআ পড়তে পারেন। দুআ মাসুরা অর্থ হলো কুরআন বা হাদীসে বর্ণিত দুআ। যে দুআটির কথা আপনি লিখেছেন সেটাও একটি দুআ মাসূরা। সেটা বাদেও আপনি অন্য যে কোন দুআ মাসুরা পড়তে পারেন। একাধিক দুআও পড়া যায়। রুকু ও সাজদাতে তাসবীহ পড়া হয়. এগুলো দুআ নয়। কারণ দুআ হলো যেখানে কিছু চাওয়া হয় আর তাসবীহতে আল্লাহর বড়ত্ব বর্ণনা করা হয়।