As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2019

নামায

প্রকাশকাল: 10 Aug 2011

প্রশ্ন

আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়াবারাকাতুহ – প্রথমে আমার ভুল ক্ষমা করবেন । আমি নামায এর প্রথম তাকবির থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত কোথায় কোন দোয়া বা কি কি করবো এসম্পর্কে সঠিক তথ্য সংক্ষিপ্ত করে আমায় দোয়া করে জানাবেন । যেমনঃ-
১_রুকুতে কোন দোয়া?
২_ সিজদায় কোন দোয়া বা কোনটা পড়বো?
৩_দুই সিজদায় মাঝখানে কোন দোয়া পড়বো?
৪_ দ্বিতীয় রাকাত শেষ করে প্রথমে কখন কোন দোয়া বা সুরা তারপর কোন দোয়া পড়বো তারপর কোনদোয়া? এবং অন্যান্য কিছু
আমার ভুল ত্রুটি ক্ষমা কবেন ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভাই, আপনার প্রশ্নের উত্তর লিখে শেষ করা কষ্টকর। তাই আপনি স্থানীও কোন আলেমের কাছ থেকে জেনে নিন। অথবা ফোন করুন 01734717299