As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2011

অর্থনৈতিক

প্রকাশকাল: 2 Aug 2011

প্রশ্ন

হুজুর আস্সালামুআলাইকুম ওয়া রহমতুল্লাহ, আমার নিমোক্ত প্রশ্নের উত্তর দুটি দিলে আমি খুবই উপকৃত হতাম—
1। কাযা নামাজ আদায় করার সঠিক নিয়ম কোনটা বা আমরা কাযা নামাজ কিভাবে আদায় করবো বা কাযা নামাজ আদায়ে ইসলামে কোন বিধি-বিধান আছে কি? বিস্তারিত জানাবেন প্লিজ। 2। আমরা যখন কম্পিউটারে পিডিএফ ফরমেটে বাংলা তাফসীর পড়বো তখন কি অযু অবথা তায়াম্মুম করার প্রয়োজন আছে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কাযা নামায রাসূলুল্লাহ সা. ধারবাহিকভাবে আদায় করেছেন। অর্থাৎ যেটা আগে কাযা হয়েছে সেটা আগে। তারপর পরেরটা। এগুলো অবশ্য কয়েক ওয়াক্ত কাজার ক্ষেত্রে। অনেক নামায কাজা হলেও এভাবে পড়লে ভাল হবে। এর বাইরে বিস্তারিত বিধিবিধান হাদীসে পাওয়া যাবে না। কারণ তখন মুসলিমরা নামায কাজা করতো না। ২। না, পবিত্রতা অর্জন করা ফরজ নয়। তবে করলে ভাল।